ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

আবদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ফিরছেন দেশে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৯ ১৯:৫২:৩১
আবদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ফিরছেন দেশে

জেমি বলেন, বাবার অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। সকাল থেকেই দেশের অনেকের সঙ্গে কথা বলেছেন। তারা বাবাকে সাহস দিয়েছেন। তারা সবাইকে বাবাকে সাহস দিয়ে বলেছেন, দেশে ফিরলে উনি ঠিক হয়ে যাবেন। সেই থেকে বাবা একটু ভালো।’

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার একটি ফ্লাইটে দেশে আসবে আব্দুল কাদের। তবে বিমানবন্ধর থেকে বাসায় না নিয়ে কাদেরকে নিয়ে যাওয়া হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে।এমন কথাই জানালেন পূত্রবধূ জেমি।

চিকিৎসা শেষ না করেই দেশে নিয়ে আসার কারণ জানতে চাইলে জেমি বলেন, 'জানেন তো বাবার শরীরের যে অবস্থা এ অবস্থায় তার শরীরে কেমো দেয়া যাচ্ছে না। ওদিকে চিকিৎসকরা তাকে সেখানে আইসিইউতে রাখতে চাইছিলেন। যেহেতু কেমো দেয়া হচ্ছে না তাই সেখানে আইসিইউ না রেখে দেশে রাখাই ভালো হবে তার জন্য। তাই দেশে ফেরার ছাড়পত্র দিয়েছেন তারা। এখন বাকিটা আল্লাহর হাতে।'

এদিকে আব্দুল কাদের সবাই সাহস দিয়ে বলছেন, দেশে ফিরলে উনি ঠিক হয়ে যাবেন। কথাগুলো শুনে তিনিও অনেকটা প্রাণোচ্ছল হয়ে উঠছেন বলে জানালেন তার পূত্রবধূ।

গত ৮ ডিসেম্বর কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হয়। অবস্থার কোনউন্নতি না হলেও দেশে নিয়ে আসা হচ্ছে তাকে।

দেশের একজন সুঅভিনেতা আব্দুল কাদের। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। নিয়মিত দেখা গেছে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে