ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দেশে ফিরেছেন ডিপজল, জেনেনিন সর্বশেষ অবস্থা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৯ ১৭:১৫:১০
দেশে ফিরেছেন ডিপজল, জেনেনিন সর্বশেষ অবস্থা

সম্প্রতি তিনি অসুস্থতার কারণে চিকিৎসা সেবা নিতে দুবাই গিয়েছিলেন। অবশেষে ডিপজল বৃহস্পতিবার রাতে দুবাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বর্তমান বেশ সুস্থ আছেন এই অভিনেতা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজল। তিনি বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।’

গত ৭ ডিসেম্বর দুবাই থেকে ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে