ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দ্বিতীয় সন্তান জন্মের আগেই সাইফ সম্পর্কে পর্দা ফাঁস করলেন কারিনা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৯ ১২:৪৬:০৯
দ্বিতীয় সন্তান জন্মের আগেই সাইফ সম্পর্কে পর্দা ফাঁস করলেন কারিনা

চোখের চাউনিতেই সমস্ত কিছু যেন নিমেষেই বদলে যায়। কারিনা যখন বরুণকে রোমান্টিক গান ও চুল উড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, উত্তরে বরুণ জানিয়েছিলেন তার মনে হয়না যে মেয়েরা ফিল্মি, তাই এই বিষয় উপলব্দি করাটাও কঠিন ব্যাপার। কারিনা জানিয়েছেন 'আমার মনে একটি হিন্দি ছবি তখন পাকাপাকি আসন করে নিয়েছিল। তখনই পরিষ্কার করে কারিনা বলেছিলেন যে, তার সঙ্গে যখন সাইফের প্রথম দেখা তখন তিনি এমনই অনুভব করেছিলেন। তুমি ও আমি একই আবহে বড় হয়েছি।'

কারিনা ও সাইফের তাশন-এর সেটে প্রেম হয়। এরপরে ১৬ অক্টোবর ২০১২-তে বিয়ের করে ফেলেন তারা। তারপরেই প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় এবার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন ছোট নবাব ও তার বেগম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে