ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দর্শক ফেরানোর বিষয়ে বিস্তারিত বললেন বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৯ ১১:০১:৪২
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দর্শক ফেরানোর বিষয়ে বিস্তারিত বললেন বিসিবি বস পাপন

করোনার বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে সবধরনের খেলাধুলা। গত জুলাইয়ে ওয়েষ্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সিরিজ দিয়ে মাঠে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও ওই সিরিজে দর্শক ফেরায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই সময় তারা মাঠে দর্শক না ফেরালেও ইতোমধ্যে বেশ কিছু দেশ সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে।

সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জানুয়ারিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হচ্ছে। সেখানে কি দর্শক ফেরানো হবে ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। যদিও আগের দুটি ঘরোয়া টুর্নামেন্টে দর্শক ফেরায়নি বিসিবি। তবে উইন্ডিজ সিরিজে কিছু সংখ্যক দর্শক ফেরানোর পরিকল্পনা করছে তারা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘বলা মুশকিল। বলা মুশকিল এই কারণে যে আমরা যদি মনে করি, আমাদের মনে ওই বিশ্বাসটা আসে, যে দর্শকরা যেই নিয়ম-কানুন মেনে চলার কথা, সেগুলো মেনে চলবে, এই আশ্বস্ত যদি আমরা হতে পারি, তাহলে অবশ্যই এটা হতেই পারে আমরা দর্শকদের অনুমতি দেব কিছু সংখ্যক।’

দর্শকদের প্রবেশের অনুমতি দিলেও তাদেরকে মানতে হবে বেশ কিছু নিয়ম। মাস্ক পড়ার পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দুরত্বও। যদি এমনটা না হয় তাহলে দর্শক ফেরানো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বিসিবি। কারণ তারা নিয়ম মানলে বিপাকে পড়তে পারেন ক্রিকেটাররা, শঙ্কা তৈরি হতে পারে সিরিজ আয়োজন নিয়েও। যে কারণে সতর্ক থাকতে চায় বিসিবি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমনও তো হতে পারে তারা মানছে না, ওই রকম পরিস্থিতি আমাদের ক্রিকেটে হোক সেটা আমরা চাই না। নিয়ম মানা দর্শক যদি পাওয়া যায় এবং আমরা যদি মনে করি সেটা হবে, তাহলে অবশ্যই আস্তে আস্তে তাহলে আমরা এটাকে চালু করতে পারবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে