ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

শাকিবের ‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের প্রতারণা, মামলাও হতে পারে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৮ ১৬:৫৬:৪৯
শাকিবের ‘নবাব এলএলবি’ নিয়ে পরিচালকের প্রতারণা, মামলাও হতে পারে

‘নবাব এলএলবি’ সিনেমাটি দেখার জন্য দর্শকরা ৯৯ টাকা ব্যয় করলেও সেখানে পুররো সিনেমা দেখতে পারছেন না। ফলে দর্শকদের কেউ কেউ প্রতারণার অভিযোগে তুলেছেন পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভোক্তা অধিকার আইনে মামলা করা যায় কি না, সেই পথও খুঁজেছেন তারা।

রিয়াদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘ফাইজলামি শুরু করছেন, টাকা নিয়ে ছবি এক পার্ট দিছেন আরেক পার্ট ১৫ দিন পর। এই জন্যই তো দেশের কোনো কিছুর উপর মানুষ ভরসা পায় না। আপনি না পারলে ১৫ দিন পরই পুরো ছবি রিলিজ দিতেন, আপনার অ্যাপই আনইন্সটল করে দিলাম, ফাউল!’ মিফতাহ উদ্দিন নামে এক দর্শক লিখেছেন- ‘নবাব এলএলবি’ দুই খণ্ডে মুক্তি নিয়ে পরিচালক অনন্য মামুনের এই কাজের সমর্থন করি না। আগে থেকে জানানো উচিত ছিল। দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইলে তা করতে দেব না।

মাসুম নামে এক দর্শক লিখেছেন- অনেক আশা নিয়ে নবাব এলএলবি সিনেমাটা দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু অর্ধেক সিনেমা দেখিয়ে মেজাজ খারাপ করে দিলো এখন বাকি অর্ধেক দেখাবে ১ জানুয়ারি। এটা কোনো কথা! ফাইজলামির একটা লিমিট থাকা দরকার।

শুধু দর্শকই নয় এমন আচরণে বিষয়টি নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান ও মাহিয়া মাহি। তবে সিনেমাটির পরিচালক অনন্য মামুন ব্যবসায়ী পলিসি বলে বিষয়টি এড়িয়ে গেছেন। তার ভাষায়, আমরা প্রতারণা করিনি। অর্ধেক সিনেমা দেখানো বিজনেস পলিসি।

দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাকিব-মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে