ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে আজকে ১১ রানে আল আউট ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৮ ১২:০৪:৪৭
স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে আজকে ১১ রানে আল আউট ভারত

প্রথম দিনের শেষে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া পরেরদিন ৫ ওভারে টিকতে দেয়নি ভারতকে। ১১ রান তুলতেই শেষ ৪ উইকেট হারিয়ে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে গেল ভারত। দ্বিতীয় দিনে অজি বোলারদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারলেন না ঋদ্ধিমান, অশ্বিনরা।

প্রথম দিনের শেষে ক্রিজে অপরাজিত থাকা অশ্বিন আর ঋদ্ধিমান সাহা কোনো রান করার আগেই এদিন ফিরেন প্যাভিলিয়েন। ১৫ রানে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে দিনের তৃতীয় বলেই টিম পেইনের হাতে ক্যাচ বানান স্টার্ক। ঋদ্ধিমানেরও একই হাল, ফেরেন কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে।

এরপর উমেশ আর শামিকে ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৯৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রানে ইনিংস শেষ হয় ভারতের।

আগের দিন ভিরাট কোহলি-অজিঙ্কা রাহানের জুটি ভারতীয় দলকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল। তবে তাঁরা দু’জনই স্বল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যাওয়ার পর ফের চাপে পড়ে যায় দল। শেষ সেশনে আউট হয়ে ফিরলেন হনুমা বিহারিও।

অ্যাডিলেডে পিংক বলে নিজেদের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু রানের খাতা খুলতে না পেরেই সাজঘরে ফেরেন পৃথ্বী শ। কিছুক্ষণের মধ্যেই ফেরেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও (১৭)। যেখান থেকে হাল ধরেন পুজারা ও কোহলি। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪২।

রান ধীর গতিতে উঠলেও উইকেট বাঁচিয়ে রাখেন পুজারা-কোহলি জুটি। তৃতীয় উইকেটে অনবদ্য ৬৮ রানের পার্টনারশিপ করেন দুই ব্যাটসম্যান। কিন্তু দলের ১০০ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে ভারতের। ৪৩ রান করে নাথান লায়নের শিকার হন পুজারা।

এরপর ভিরাটের সঙ্গে জুটি বাঁধেন অজিঙ্কা রাহানে, কিন্তু দিনের তৃতীয় সেশনে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ভিরাট। এরপর রাহানেও ৪২ রান করে ফিরে যান। হনুমা বিহারি করেন ১৬ রান।

সংক্ষিপ্ত স্কোরঃভারত প্রথম ইনিংসঃ ২৪৪/১০ (৯৩.১ ওভার) কোহলি ৭৪, পুজারা ৪৩, রাহানে ৪২, হনুমা ১৬, অশ্বিন ১৫, ঋদ্ধিমান ৯; স্টার্ক ২১-৫-৫৩-৪, হ্যাজেলউড ২০-৬-৪৭-১, কামিন্স ২১.১-৭-৪৮-৩, গ্রিন ৯-২-১৫-০, লায়ন ২১-২-৬৮-১

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে