ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

তিন কাতার প্রবাসীর মানবিক উদ্যোগে দেশে ফিরলো লক্ষীপুরের অসহায় তরুণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৬ ১৮:১৪:৪৫
তিন কাতার প্রবাসীর মানবিক উদ্যোগে দেশে ফিরলো লক্ষীপুরের অসহায় তরুণ

কিন্তু হাসানের ছিল না কোনো বৈধ কাতারি আইডি, নেই টিকেট কেনার সামর্থ্যও। কিভাবে দেশে ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকেন এই প্রবাসী।

এমন সংবাদে এগিয়ে আসেন কাতার প্রবাসী ব্যবসায়ী নেতা আব্দুল মতিন পাটোয়ারি। তাঁর তাৎক্ষণিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আরও দুজন প্রবাসী ব্যবসায়ী- দিলীপ কুমার ছোটন ও সালেহ আহমদ খোকন।

এই তিন প্রবাসী ব্যবসায়ীর বদান্যতায় হাসানের দেশে ফেরার সুযোগ হয়। তাঁদের আর্থিক সহযোগিতায় ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেট উপহার দেওয়া হয় হাসানকে। এরপর গত ৯ ডিসেম্বর রাতের ফ্লাইটে কাতার থেকে বাংলাদেশে ফিরেে যেতে সক্ষম হন তিনি।

আব্দুল মতিন পাটোয়ারী জানান, যে কোনো প্রবাসীর বিপদে পাশে দাঁড়াতে পারলে আমাদেরই ভালো লাগে। আমাদের আশেপাশে হয়তো আরও অনেক প্রবাসী আছেন যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই, তবে এতে অনেকে উপকৃত হবেন।

একইরকম মন্তব্য করেন দিলীপ কুমার ছোটন ও সালেহ আহমদ খোকন। তাঁরা বলেন, বি;পদগ্র;স্ত মানুষকে সাহায্য করা আমাদের নৈ;তিক ও সামাজিক দায়িত্ব। প্রবাসে যতই ব্যস্ততা হোক, এই কাজের সাধ্যমতো সবার এগিয়ে আসা উচিত।

দেশে ফিরতে পেরে হাসান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই তিনজন সমাজসেবককে। তাঁর ভাষায়, অনেকদিন অনেক জায়গায় সহযোগিতা চেয়েও পাইনি। অনেক কষ্টে দিন কেটেছে। এখন দেশে ফেরার সুযোগ পেয়ে আমি অনেক খুশি।

এমন উদ্যোগে স;ন্তোষ প্রকাশ করেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান। তিনি

বলেন, যে তিনজন কাতার প্রবাসী এই মানবিক সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই। আশা করি এতে অন্যরাও অনুপ্রাণিত হবেন।

হাসানের আইডি না থাকায় দেশে যাওয়ার আগে কাতার সিআইডি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করা হয় যথাযথভাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে