ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৬ ১১:০৯:২২
বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা

ব্যাট হাতে যেমন রান পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ নাঈম শেখ এবং পারভেজ হোসেন ইমন। তেমনি বল হাতে দুর্দান্ত করেছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম।

তবে এদের মধ্য থেকে এই টুর্নামেন্টের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস এবং এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোস্তাফিজুর রহমান। তবে এই দুই জনের মধ্য থেকে এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

১। মোস্তাফিজুর রহমান : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিজেকে নতুন রূপে ফিরে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টের উইকেট সংগ্রহের তালিকায় মোস্তাফিজুর রহমানের ধারের কাছে নেই আর কোন ক্রিকেটার। ৯ ইনিংসের ৩৪.৫ ওভার বোলিং করে ২০৯ রান খরচ করে ২১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

৬.২৪ ইকোনমিক রেটে এই টুর্নামেন্টের মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার ৫ রানের বিনিময়ে ৪ উইকেট। তবে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হতে হলে অবশ্যই ফাইনালে বল হাতে দারুন কিছু করে দেখাতে হবে মোস্তাফিজুর রহমানকে।

তবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার মোস্তাফিজুর রহমান পেতে যাচ্ছেন এটা একপ্রকার নিশ্চিত।

২। লিটন দাস : গাজী গ্রুপ চট্টগ্রামে আরেক ক্রিকেটার লিটন কুমার দাস। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রান পেয়েছেন লিটন দাস। তাই টুনামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৯ ইনিংসে ১২১ স্ট্রাইক রেট ৩৭০ রান সংগ্রহ করেছেন লিটন দাস। টুর্ণামেন্টে লিটন দাসের ব্যাটিং গড় ৫২.৯৩ রান। তিনটি অর্ধশতক করেছেন তিনি। টুর্ণামেন্টে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৮ রান। টুর্ণামেন্টে ৩৯ টিচার এবং ৬ টি ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস।

তবে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার জয়লাভ করতে হলে ফাইনালে অবশ্যই ভালো ইনিংস খেলতে হবে লিটন দাসকে। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেতে যাচ্ছেন লিটন দাস এটা একপ্রকার নিশ্চিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে