ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অবাক ক্রিকেট বিশ্ব স্ট্রাইক রেটে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৫ ১৫:০০:০৮
অবাক ক্রিকেট বিশ্ব স্ট্রাইক রেটে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ

সোমবার ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে দুই বল হাতে রেখেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের বোলারদের বেধড়ক পিটিয়ে ৮ বলেই ৩০ রান করার পর নবম বলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ। তার ইনিংসে ছিল ২ চার এবং ৩ ছক্কা। প্রথম বলে সুইপ করে ১ রান নেন মাহমুদুল্লাহ। এরপর শরীফুলের করা ১৬তম ওভারের প্রথম তিন বলেই হাঁকান ছক্কা। প্রথম দু'টি স্কয়ার লেগ দিয়ে, শেষেরটি লং অন দিয়ে। ইনিংসে ছক্কা এই তিনটিই। ৯ বলে ৩০ রান, প্রথম কোয়ালিফায়ারে খুলনা অধিনায়কের স্ট্রাইক রেট ৩৩৩.৩৩। যা বাংলাদেশের সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ড ছিল শুভাগত হোমের। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৮ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন শুভাগত। ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডারের স্ট্রাইক রেট ছিল ৩২২.২২। এই রেকর্ডে শুধু ২৫ বা এর বেশি রানের ইনিংসগুলোই বিবেচনা করা হয়। তবে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টির সর্বোচ্চ স্ট্রাইক রেট ৩৩৫.৭১। ২০১৭ সালে ২৫ নভেম্বর চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭* করে এই রেকর্ড গড়েন ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে