ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ : বড় চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ সদস্যের স্কোয়াড সাজাচ্ছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৫ ১৩:০৯:৪৭
ব্রেকিং নিউজ : বড় চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ সদস্যের স্কোয়াড সাজাচ্ছে বিসিবি

এ নিয়ে তিনি জানান “টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দিব। ওয়ানডের জন্য ২১ জন। এটা আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সাথে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবো। টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে সে হিসেবে কি ফরম্যাটে খেলবো এসব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাবো”।

যদিও এখন বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপ হচ্ছে তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এই টুর্নামেন্ট কে গুরুত্ব দিবেন না ফরম্যাট ভিন্ন বলে।

তিনি বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের নির্বাচন কখনো টি-টোয়েন্টি দেখে হয়না। টি-টোয়েন্টি আরেকটা ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্নদের কাজে লাগে। এভাবেই এগোবো আমরা।’করোনার মধ্যে সব কিছু স্বাভাবিক নেই । তবে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে বিসিবি।

তিনি বলেন, “এমন একটা পরিস্থিতি থেকে আমরা অভ্যস্ত হয়েছি ক্রিকেটে। এখনই সবকিছু শুরু করা কঠিন হবে। কারণ এই মহামারীর সময়ে অনেক কিছু মেনে চলতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট খেলতে হচ্ছে”।

তবে ক্রিকেটারদের জন্য এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করেছে যা তাদের প্রস্তুতি হিসেবে ভালো কাজে দিবে বলে বিশ্বাস।

তিনি বলেন ”সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। এটা ভালোভাবে শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে