ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তামিম লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বসেরা ক্রিকেটারের নাম জানালেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৫ ১২:৫৮:০২
তামিম লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বসেরা ক্রিকেটারের নাম জানালেন মাশরাফি

কিন্তু কাউকে দিয়েই লম্বা সময়ের কাজ চালানোর ভরসা পায়নি বাংলাদেশ দল। সবাই প্রায় শেষপর্যন্ত পরিণত হয়েছেন বিশেষজ্ঞ বোলার বা ব্যাটসম্যানে। অপেক্ষার প্রহর বাড়তে বাড়তে অবশেষে পাওয়া গেছে একজন কাঙ্ক্ষিত পেস বোলিং অলরাউন্ডার, মোহাম্মদ সাইফউদ্দিন।

ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলিং এবং শেষদিকে কার্যকরী ঝড়ো ব্যাটিং- উভয়ের সংমিশ্রণে দারুণ এক প্যাকেজ ২৩ বছর বয়সী সাইফউদ্দিন। ক্যারিয়ারের মাত্র ৩ বছরের মাথায়ই আস্থা অর্জন করে নিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো ও সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এই দুজনই অনেক উঁচু মানের খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন সাইফউদ্দিনকে।

বিশেষ করে ডেথ বোলিংয়ে সাইফউদ্দিনের কার্যকরিতা নিতে কোনো সন্দেহই নেই মাশরাফির।বাংলাদেশ দলে পেস বোলিং অলরাউন্ডারের যে হাহাকার, সেটি পূরণে কোন প্রক্রিয়া অনুসরণ করা উচিৎ? উত্তরে মাশরাফি জানান, ‘সাইফউদ্দিন তথা পেস বোলিং অলরাউন্ডারের অভাব অনেকদিন ধরেই। ফলে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ সাইফউদ্দিন, যে কি না অন্তত ১০-১২ বছর জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে।

মাশরাফির আরো বলেন, ‘একজন সাকিব পেতেই আমাদের অনেক সময় লাগছে। এছাড়া একজন পেস বোলিং অলরাউন্ডার আমার ক্যারিয়ারের শুরু থেকেই খুঁজে বেড়ানো হচ্ছে। শেষপর্যন্ত সাইফউদ্দিনকে পাওয়া গেলো। আমি সবসময় মনে করি যে, এই দলের একটা মূল্যবান সম্পদ সাইফউদ্দিন, খুবই প্রতিভাবান ক্রিকেটার। ও এমন একজন ক্রিকেটার, যাকে আমি চিন্তা করি যে ১০-১২ বছর বাংলদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে