ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আইসোলেশনে তামিম, জেনেনিন শেষ চার খেলবেন কিনা তমিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৩ ১১:৪৫:৫৪
আইসোলেশনে তামিম, জেনেনিন শেষ চার খেলবেন কিনা তমিম

ম্যাচ শেষে অবশ্য জানা গিয়েছে অসুস্থতার কারণেই মাঠ থেকে সরাসরি হোটেলে ফিরে আইসোলেশনে আছেন তামিম। রোববার বেশকিছু পরীক্ষা নিরীক্ষার পর সবুজ সংকেত মিললেই সোমবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমেনিটর ম্যাচে দেখা যাবে ফরচুন বরিশাল দলপতিকে।

নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি রাতেই গণমাধ্যমকে জানায় তামিম নিজে। তিনি বলেন, ‘আমার গতকাল (শুক্রবার) থেকেই শরীর খারাপ লাগছিল। আজকে (শনিবার) সকালে একটু বেটার মনে হয়েছিল। ব্যাটিং (বেক্সিমকো ঢাকার বিপক্ষে) করে আসার পর থেকে শরীরটা দুর্বল লাগা শুরু করে।’

‘তখনই বিসিবির যে মেডিক্যাল ইউনিট আছে উনারা এসে আমাকে দেখভাল করেছেন। উনারা দেখে মনে করেছেন যে ওই সময় আমার ড্রেসিং রুমে থাকাটা ঠিক হবে না। উনারা আমাকে হোটেলে পাঠিয়ে দিয়েছেন আইসোলেশনে। কালকে আমার কিছু টেস্ট হবে, আল্লাহর রহমতে সব যদি ঠিক থাকে আমি আশা করছি যে প্লে-অফ খেলতে পারবো।’

উল্লেখ্য, বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে জয়সহ ৮ ম্যাচে ফরচুন বরিশালের জয় ৩ টি। বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফিল্ডিং না করা তামিম ব্যাট হাতে করেছেন ১৯ রান। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৮ ম্যাচে ২ ফিফটিতে তামিমের রান ৩০২। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নম্বরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে