ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শেষ চারের জন্য নতুন করে দুর্দান্ত এক ক্রিকেটারকে দলে ভিড়ালো ঢাকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১৩ ১১:০২:১৯
শেষ চারের জন্য নতুন করে দুর্দান্ত এক ক্রিকেটারকে দলে ভিড়ালো ঢাকা

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার একজন কর্মকর্তা। নাঈম চোটে পড়ার পর তিনি জানিয়েছিলেন, ‘সে (নাঈম) টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তার বদলি হিসেবে আমরা আরাফাত সানি জুনিয়রকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি।’

ঘরোয়া ক্রিকেটে রংপুর ডিভিশন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি দলের বিপর্যয়ে বোলিংও করেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। এবার সুযোগ পেলেন চলতি টুর্নামেন্টে। দল পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সানি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি বেক্সিমকো ঢাকার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ দিতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে ঢাকার একাদশে ছিলেন না নাঈম। তবে খুলনার ইনিংসের মাঝপথে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন এই স্পিনার। আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

ডিপ এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ফেরাতে গিয়ে আঙ্গুলে চোট পান নাঈম। শুরুতে গুরুতর না মনে হলেও প্রাথমিক চিকিৎসা দিতে তাঁকে ড্রেসিং রুমে নিয়ে যান ঢাকার ফিজিও। এরপর ২৪ ঘন্টার পর্যবেক্ষনে ছিলেন এই স্পিনার।

নাঈমের অস্ত্রোপচার লাগবে কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ছুরিকাঁচির নিচে গেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাঈমকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আপাতত ২১দিনের জন্য মাঠের বাইরে থাকবেন এই স্পিনার।

চলতি টুর্নামেন্টে ঢাকার জার্সিতে ৪ ম্যাচ খেলেছেন নাঈম। যেখানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও সুযোগ পেয়েছিলেন এই স্পিনার। সেখানে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

অস্ত্রোপচার না লাগলে জানুয়ারির শুরুতেই ফিট নাঈমকে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে বাঁধা থাকবে না তার। জানুয়ারির ৭ তারিখ নাগাদ বাংলাদেশে আসতে পারে ক্যারিবিয়ান দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে