ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

একজন খেলোয়াড়ের জন্য অঝরে কাঁদছেন মিয়া খলিফা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১১ ১২:৩৬:২১
একজন খেলোয়াড়ের জন্য অঝরে কাঁদছেন মিয়া খলিফা

প্রথম ভিডিও শেষ করে মিয়া ফের আরেকটি লাইভ শেয়ার করেন। সেখানেই জানা গেল তার কান্নার কারণ। এনবিএ তারকা বাস্কেটবল খেলোয়াড় জন ওয়াল দল পরিবর্তন করেছেন বিধায় কাঁদছেন তার ভক্ত মিয়া খলিফা।

দীর্ঘদিন ধরে ওয়াশিংটন উইজার্ডস দলের ভক্ত মিয়া। তার প্রিয় খেলোয়াড় জন ওয়ালও এই দলে খেলতেন। সম্প্রতি জন ওয়াশিংটন উইজার্ডস থেকে হিউস্টন রকেটস দলে যোগ দিয়েছেন। বিষয়টি মেনে নিতে পারেননি মিয়া খলিফা। এজন্যই তাকে কাঁদতে দেখা গেছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রথমে বিষয়টি নিয়ে মিয়া পোস্ট দেন। তিনি লেখেন- ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এখন থেকে হিউস্টন রকেটস দলের সমর্থক।’

ইনস্টাগ্রামে কান্না করতে করতে মিয়া বলেন, ‘দশ বছর জন ওয়াল ব্রো, দশ বছর! আমি মনে করতে পারছি না ওয়ালকে ছাড়া ডিসি কেমন ছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে