ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আসলেই তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১০ ১৬:৩৩:৫০
আসলেই তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার

বিশ্ব ক্রিকেটের নূর আহমাদ নিজেকে চিনিয়েছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ৫ ম্যাচে নেন ৭ উইকেট। নজর কাড়েন বৈচিত্র আর দুর্দান্ত স্কিলের কারণে। যুব বিশ্বকাপে আহমাদের পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে দলে ভেড়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া। করোনা কালে হওয়া সিপিএলে খেলা হয়নি ভিসা জটিলতায়। সে আক্ষেপ ঘুচে গেছে মেলবোর্ন রেনেগেডসে সুযোগ পেয়ে। প্রথমবারের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে রোমাঞ্চিত আফগান রিস্ট স্পিনার। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘নিজেকে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান ক্রিকেটার মনে করি। বিগ ব্যাশের মতো শীর্ষ লীগে খেলার সুযোগ

হয়েছে। আমার জন্য এটা দারুণ সুযোগ। আশাকরি ভালো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারব।’

নূর আহমাদ জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলে খেলা আমার স্বপ্ন। খেলতে চাই বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টির আসর আইপিএলে। পেশাদার ক্রিকেটারদের বেশিরভাগই সেখানে খেলার স্বপ্ন দেখে।’

মেলবোর্ন রেনেগেডসে আহমাদ খেলবেন ইমরান তাহিরের সঙ্গে। ৪১ বছর বয়সী এই প্রোটিয়া লেগস্পিনারের বয়স নিয়ে মজা করলেন নূর আহমাদ। তিনি বলেন, ‘আমার বাবার বয়স ৪৮। ইমরান তাহির বিশ্বের সেরা লেগস্পিনারদের অন্যতম। তার মতো অভিজ্ঞ একজনের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারব। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি দারুণ এক অভিজ্ঞতা হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে