ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টানা ২ ম্যাচ থেকে বাদ আশরাফুল আগামী ম্যাচে দলে নেয়া হবে কিনা জানালো রাজশাহী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ১০ ১২:০৪:১৬
টানা ২ ম্যাচ থেকে বাদ আশরাফুল আগামী ম্যাচে দলে নেয়া হবে কিনা জানালো রাজশাহী

ক্যাটাগরি যাই হোক না কেন তার কাছে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা যে একটু বেশিই ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। মিনিস্টার গ্রু রাজশাহীর জার্সিতে এবারের আসরে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার ছিলেন তিনি। দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরে আবারও নিজেকে প্রমাণ করার একটা বাড়তি সুযোগ যেন এসেছিল তার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে বরাবরই ব্যর্থ হয়েছেন আশরাফুল।

মিনিস্টার গ্রুপ রাজশাহী এখন পর্যন্ত আসরে খেলেছে ৭টি ম্যাচ। গ্রুপ পর্বের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। এই সাত ম্যাচ থেকে প্রথম ৫ ম্যাচেই দলে নেয়া হয়েছিল আশরাফুলকে। মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি থাকার কারনে আশরাফুলের উপরেই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।

৫ ম্যাচে আশরাফুল রান করেন মাত্র ৫৭। যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল অপরাজিত ২৫ রানের। দুই ম্যাচে দৃষ্টিকটু রানআউট সেই সাথে মাত্র ১৪.২৫ গড়ে রান করেছেন তিনি। একটিও ছক্কা হাঁকাতে না পারা আশরাফুলের স্ট্রাইক রেটও ৯১ থেকে কিছু বেশি।

ডানহাতি এই ব্যাটসম্যানের এমন পারফরম্যান্সে স্বভাবতই শেষ দুই ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছিল তাকে। গ্রুপ পর্বে এখনও এক ম্যাচ বাকি রাজশাহীর। ১২ ডিসেম্বর শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে তারা। এখনও যেহেতু প্লে অফ নিশ্চিত হয়নি রাজশাহীর তা শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আশরাফুলকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তাই চট্টগ্রামের বিপক্ষেও একাদশের বাইরে থাকতে পারে আশরাফুল।

উল্লেখ্য, গ্রুপ পর্বে ৭ ম্যাচে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে রাজশাহী। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৪ নম্বরে। অন্যদিকে ফরচুন বরিশাল রাজশাহীর চেয়ে এক ম্যাচ কম খেলেও ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। তাই রাজশাহী যদি নিজেদের শেষ ম্যাচে হেরে বসে থাকলে হয়ত প্লে অফ থেকে ছিটকে যেতে পারে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে