ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিশ্বের অহংকারী ক্রিকেটারদের একাদশ প্রকাশ যেখানে আছেন এক বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ০৯ ২০:৩৫:৩৪
বিশ্বের অহংকারী ক্রিকেটারদের একাদশ প্রকাশ যেখানে আছেন এক বাংলাদেশী

তাছাড়া অনেক ক্রিকেটারই এখন তাদের আগ্রাসী বা অহংকারী মনোভাবের জন্য পরিচিত হচ্ছেন বিশ্বের সামনে। এরকমের ১১ জন আগ্রাসী ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি একটি দল গঠন করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ক্রিক ট্রেকার।

তাদের এই একাদশে যেমন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার,মিচেল স্টার্ক, ভারতের বিরাট কোহলি, রবিচন্দ্র আশ্বিন, ইংল্যান্ডের বেন স্টোকস, স্ট্রুয়ার্ড ব্রডের মতো খেলোয়াড় ছিল, তেমনি ছিলেন বাংলাদেশি একজন তারকা ক্রিকেটারও। অবশ্য বাংলাদেশি এই তারকারা আমরা একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে দেখলেও কয়েকটি ম্যাচে তার উৎযাপনের জন্য (বিশেষত নিদাহাস ট্রফিতে) ভারতীরা তাঁকে অনেকটা আড়চোখে দেখে। তাই ভারতীয় প্রতিবেদকে করা এমন একটি প্রতিবেদনে তাঁর অন্তর্ভুক্তি অবাক হওয়ার মতো না।

যা হোক, ক্রিক ট্রেকারের সেই এগারোজনের দলে যারা যারা আছেন, তাদের নাম নিচে দেওয়া হলো –

১। ডেভিড ওয়ার্নার২। ইমাম উল হক৩। বিরাট কোহলি৪। মুশফিকুর রহিম৫। বেন স্টোকস৬। কায়রন পোলার্ড৭। সরফরাজ আহমেদ৮। রবিচন্দ্র আশ্বিন৯। হাসান আলি১০। মিচেল স্টার্ক১১। স্টুয়ার্ড ব্রড

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে