ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ০৯ ১৮:৫৩:৫৮
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

১০-১২ জানুয়ারির মধ্যে ঢাকায় এসে পৌছবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে এই সিরিজ অনুষ্ঠিত হবে দুই ম্যাচের। এছাড়াও স্থগিত হয়ে যেতে পারে টি-টোয়েন্টি সিরিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হবে এটা একপ্রকার নিশ্চিত।

তাই এখনই দল নির্বাচন করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। দল প্রায় চূড়ান্ত বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দেশের মাঠে টেস্ট সিরিজের জন্য ২০ জনের দল দেবে বিসিবি।

মিনহাজুল আবেদীন মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় বলেন, টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দিব। ওয়ানডের জন্য ২১ জন। এটা আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সাথে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব”।

কারণ জানুয়ারির একদম প্রথম দিকেই অনুশীলন শুরু হবে। সে হিসেবেই আমরা এগোচ্ছি। টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে সে হিসেবে কি ফরম্যাটে খেলবো এসব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাবো”।

বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেখানে পারফরম্যান্স করলে এখনই জাতীয় দলে জায়গা পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। তাই টি-টোয়েন্টি পারফরম্যান্স বিবেচনায় আনছে না নির্বাচকরা।

নান্নু বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের নির্বাচন কখনো টি-টোয়েন্টি দেখে হয়না। টি-টোয়েন্টি আরেকটা ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্নদের কাজে লাগে। এভাবেই এগোবো আমরা।

করোনার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন অনেক চ্যালেঞ্জের বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে ইতিমধ্যেই বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঠিকমত হচ্ছে।

তবে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে বিসিবি। মিনহাজুল আবেদীন আরো বলেন, “এমন একটা পরিস্থিতি থেকে আমরা অভ্যস্ত হয়েছি ক্রিকেটে। এখনই সবকিছু শুরু করা কঠিন হবে। কারণ এই মহামারীর সময়ে অনেক কিছু মেনে চলতে হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট খেলতে হচ্ছে”। “তিনটা দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এরপর এটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) চলছে। তারপর একটা গ্যাপ আছে এই সময়টায় লংগার ভার্সন ক্রিকেট হবে”।

“সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। এটা ভালোভাবে শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো।

সম্ভাব্য দলঃ- তামিম, লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিব, মুস্তাফিজ এরা ছয়জন অটো চয়েস। ফাস্ট বোলার থাকবে তাসকিন, রুবেল, সফিউল, আল আমিন, রাহী, শরিফুল, স্পিনারে থাকতে পারে নাইম, তাইজুল, মিরাজ, মাহাদি হাসান, এছাড়াও আরো থাকবেন ইমরুল কায়েস, সৌম্য, নাজমুল হেসেন শান্ত, তবে মাশরাফি খেলে তিনি থাকবেন অটো চয়েস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে