ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টাকার জন্য জিততে চায় বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ০৯ ১৭:২০:৩৫
টাকার জন্য জিততে চায় বার্সেলোনা

মঙ্গলবার শুধু জুভেন্টাসকে হারাতে পারলেই চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার মোট আয় হবে ২৫.৭ মিলিয়ন ইউরো। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য বার্সেলোনার পকেটটা যে ভারী হবে সেটিই শুধু নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারলে অতিরিক্ত আয় হবে ১৫.২৫ মিলিয়ন ইউরো। তাতে সব মিলিয়ে আয় হবে ৪০.৯৫ মিলিয়ন ইউরো। কোভিড-১৯ মহামারিতে মারাত্মক আর্থিক সঙ্কটে পড়া ক্লাবটির জন্য এটি অনেক উপকারে আসবে। বার্সেলোনার অন্তবর্তীকালীন বোর্ডের টেনশন খানিকটা কমবে।

দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ বার্সেলোনার চূড়ান্ত প্রাপ্তিটা নির্ভরশীল জুভেন্টাসের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটির ফলের ওপর। গ্রুপে প্রতিটি ম্যাচ জিতলে পাওয়া যায় ২.৭ মিলিয়ন ইউরো। সেই হিসেবে পাঁচটি ম্যাচ জিতে বার্সেলোনা এরইমধ্যে ১৩.৫ মিলিয়ন ইউরো প্রাপ্তি নিশ্চিত করেছে। কিন্তু কাতালান ক্লাবটি এ থেকে সর্বোচ্চটাই পেতে চায় জুভেন্টাসকে হারিয়ে।

জুভেন্টাসের সঙ্গে ম্যাচটি আর্থিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বার্সেলোনার জন্য। যদিও এবার চ্যাম্পিয়নস লিগটা জিতে যেতে পারলে সেটি হবে বিশাল কিছু।

করোনাভাইরাস মহামারির কারণে খেলোয়াড় ও ক্লাব কর্মীদের বেতন কমাতে হচ্ছে। গত সপ্তাহে বার্সেলোনার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট কার্লেস এমন বিস্ফোরক মন্তব্যও করেছেন যে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে গত গ্রীষ্মে মেসিকে বিক্রি করে দিলেই ভালো হতো।

দুটি বছরের মধ্যে কী তফাৎ! আগের বার্সেলোনার কাছে ২.৭ মিলিয়ন ইউরো কোনও ব্যাপারই ছিল না। আর ২০২০ সালের ডিসেম্বরের বার্সেলোনা জুভেন্টাসের মতো দলের বিপক্ষে জিতে আয় করতে চায় ওই অর্থ!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে