ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এমবাপ্পের গোলের শতকে পিএসজি’র জয়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ ডিসেম্বর ০৬ ১০:৩৬:০৯
এমবাপ্পের গোলের শতকে পিএসজি’র জয়

দুই ম্যাচ পর লিগ ওয়ানে জয় পেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। কলিন দেগবার গোলে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন স্টেফি। ময়েস কিনের গোলে সফরকারীরা আবারও লিড নেয় আর ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে ব্যবধানে বাড়ান কিলিয়ান এমবাপে।

১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে দুই ম্যাচ কম খেলা মার্সেই। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোঁপেলিয়ে।

ম্যাচের ৯১ মিনিটে লেউইন কুরজাওয়ার অ্যাসিস্ট থেকে করা গোলটি এমবাপের পিএসজির ক্যারিয়ারের ১০০তম গোল। এর ভেতর লিগ ওয়ানে করেছেন ৭৪টি গোল, উয়েফা চ্যাম্পিয়নস লিগে আছে ১৩টি গোল আর বাকি ১৩টি গোল এসেছে অন্যান্য টুর্নামেন্ট থেকে।

এডিনসন কাভানি (২০০), জ্‌লাতান ইব্রাহিমোভিচ (১৫৬), পাউলেতা (১০৯) ও ডমিনিক রচেতেউ (১০০) এর পর পঞ্চম খেলোয়াড় হিসেবে পিএসজি'র জার্সিতেই ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এই ফ্রেঞ্চ তারকা। ১০০টি গোলের পাশাপাশি পিএসজির জার্সিতে ১৩৭ ম্যাচে এমবাপের অ্যাসিস্ট সংখ্যান ৫৮টি।

পিএসজি'র জার্সিতে ১০০ গোলের এই মাইলফলক স্পর্শের পর এমবাপে বলেন, 'আমি আমার ১০০তম গোল করার জন্য কয়েক ম্যাচ ধরেই মুখিয়ে ছিলাম। আমি যখন পিএসজিতে নাম লেখায় তখন তিনটি গোল করার কথাও ভাবিনি একশ গোল করা তো অনেক দূরের কথা।'

এমবাপের ব্রাজিলিয়ান সতীর্থ ও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার জুনিয়রের পিএসজির হয়ে মোট গোল সংখ্যা ৯৫ ম্যাচে ৭৬টি, সঙ্গে আছে ৪৫টি অ্যাসিস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে