ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এইমাত্র পাওয়া : তামিমের ব্যাটিং তাণ্ডবে শেষ হলো বরিশাল ও রাঝশাহীর ম্যাচ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ২৮ ২২:৩৫:৪৪
এইমাত্র পাওয়া : তামিমের ব্যাটিং তাণ্ডবে শেষ হলো বরিশাল ও রাঝশাহীর ম্যাচ

এরপর ইমন ২৩ রান করে ফিরলে তৌহিদ হৃদয়কে নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। এই দুজনে দলটিকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন রাজশাহীর দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন।

পাওয়ার প্ল শেষে ২৪ রানে শান্ত ফিরে যাওয়ার খানিক পর রনি তালুকদারকে বিদায় করেন মিরাজ। তবে আশরাফুলকে সঙ্গে নিয়ে দলকে ৫০’র ওপর নিয়ে যান আনিসুল। ১০ম ওভারে দুই রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পরেন আশরাফুল। একই ওভারের শেষ বলে আনিসুলকে বিদায় করেন মিরাজ।

পরের ওভারে রাব্বিকে পুল করতে গিয়ে আউট হন নুরুল হাসান। এই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন মেহেদি এবং রাব্বি। তাদের ব্যাটে দলীয় ১০০ পার করলেও দলীয় ১২৮ রানে ফেরেন রাব্বি। এই দুজনের ৬৫ রানের জুটি ভাঙ্গেন তাসকিন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান স্কোরবোর্ডে তোলে রাজশাহী। ২১ রান দিয়ে সর্বোচ্চ ৪টি নেন রাব্বি। সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী- ২০ ওভারে ১৩২/৯ (মেহেদি ৩৪) (রাব্বি ৪/২১), বরিশাল- ১৯ ওভারে ১৩৬/৫ (তামিম ৭৭*, এমন ২৩*)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে