ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এইমাত্র পাওয়া : মালয়েশিয়া বৈধ অবৈধ সব প্রবাসীদের জন্য জরুরী বার্তা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ২৭ ১৯:০১:২৫
এইমাত্র পাওয়া : মালয়েশিয়া বৈধ অবৈধ সব প্রবাসীদের জন্য জরুরী বার্তা

এবার মালয়েশিয়ায় বসবাসরত সকল বৈধ ও অবৈধ প্রবাসীদের কোভিড-১৯ ভ্যাকসিন এর আওতায় আনার জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি সরকার যদি পুরো দেশকে রক্ষা করতে চায় তাহলে সর্বস্তরের জনসাধারণকে এই ভ্যাকসিন দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি মার্কিন দূতাবাসের উদ্যেগে ফেইসবুক অনলাইনের মাধ্যমে আলোচনায় এসব কথা বলেন দেশটির অন্যতম সরকারি মেডিকেল সেন্টার ইউনিভার্সিটি মালায়া এর মেডিকেল অনুষদদের ডিন দাতোক অধ্যাপক ডা. আদিবা কামারুলজামান এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. ফ্রেডরিক এল।

এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) দেশটির জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম “দ্য স্টার ” একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে,

ডা. আদিবা কামারুলামান বলেন, সরকার ভ্যাকসিন সরবরাহ করার আগে কাকে অগ্রাধিকার দেওয়া হবে সেই পরিকল্পনার আগে নির্মাণ শ্রমিক ও নিরাপত্তা প্রহরীদের কথাও বিবেচনা নেওয়া উচিত। কারণ তাদের মধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় দেশে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরো বলেন, কোভিড-১৯ পেনডেমিক মোকাবেলায় আমরা কেবল একটানা লকডাউন দিয়েই যাচ্ছি। এতে করে আমাদের দেশ বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এবং জনস্বাস্থ্যের অধ্যাপক ডা. ফ্রেডরিক এল আল্টিস বলেছেন, সরকার যদি তাদের পুরো দেশকে রক্ষা করতে চায় তবে সেখানে বৈধ ও অবৈধ সবাইকে এই টিকা দেওয়া উচিত। কাকে অগ্রাধিকার দেওয়া উচিত সে সম্পর্কেও তাদের সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে