ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মাত্র পাওয়া : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ২৬ ২৩:৪৩:১৬
মাত্র পাওয়া : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।নি;হ;তরা হলেন, মারা কানাইঘাট উপজেলার ৪নং সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২)।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল অনুমান ৭টায় সৌদি আরবের তায়েফ তুরাবায় এই মর্মান্তিক এ স;ড়ক দুর্ঘ;টনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবদুন নুর জানান, করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে গমন করেন।

এ ছাড়া একটি গাড়ির ড্রাইভার সিরাজ উদ্দিন (৪০) মা;রা যান। তার বাড়ি জকিগঞ্জ উপজেলা গঙ্গারজল এলাকায়। এ

সড়ক দু;র্ঘ;টনায় অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম জালাল আহমদ (৩৯) বাড়ি কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ