ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

লাফিয়ে লাফিয়ে কমলো সোনার দাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ২৫ ০৯:২৫:১২
লাফিয়ে লাফিয়ে কমলো সোনার দাম

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতা, ডলার ও তেলের দরপতন এবং আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন হচ্ছে। এ অবস্থায় দেশীয় সোনার বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতে বাজুস সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৫০৮ টাকা কমে হবে ৭৩ হাজার ৮৩৩ টাকা। আর ২১ ক্যারেটের সোনার ক্ষেত্রে প্রতিভরির দাম হবে ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৯৩৬ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৫১ হাজার ৬১৩ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

এর আগে, গত ১৫ অক্টোবর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। এর আগে ২৪ সেপ্টেম্বর প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা কমিয়েছিল সংগঠনটি। আবার গত ১৮ সেপ্টেম্বর দাম বাড়ানো হলেও ১৩ ও ২১ আগস্ট সোনার দাম কমিয়েছিল সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে