ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় শুরু হয়েছে নতুন প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ২৩ ২০:৫৭:৪৫
মালয়েশিয়ায় শুরু হয়েছে নতুন প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

তারা কয়েকজন পাশাপাশি অবস্থান করবে।সরল সোজা মানুষকে টার্গেট করবে।দেখে কোন ষ্টেশানে নামে সাথে সাথে তারাও নামবে। খুব মোলায়েম সুরে বলবে,ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার অনেক সখের নতুন কেনা মোবাইলটা বিক্রি করে দিবো। যতোটুকু পারেন দেন। একমাস হয়নি (আর এম) এক হাজার দিয়ে কিনেছি। আপনি তিন শ দিলে দিয়ে দিবো।

অনেকেই মনে করবে আসলেই তো এক হাজার টাকা দামের মোবাইল মাত্র তিনশ’ কিনে নেই। কথাবার্তা যখন আগাতে থাকে ঠিক সেই মুহূর্তেই পাশে অবস্থানরত তারা এসে আবার দামাদামি করবে। যেভাবে হোক বিভিন্ন কৌশলে টাকা আদায় করে নিবে। অবশেষে মোবাইল তো দেবেই না, বরং পুলিশের হু’ম’কি দিবে।

প্রতা’রনার জাল দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতে। এদের জন্য হাজার ও বাংলাদেশী শ্রমিকেরা বিপদের সম্মুখীন হতে হয়। আজকে আমার সাথে ও তাদের দেখা।পাসার সিনি নামলাম তথাকথিত দুই জন এসে হাজির। আমি তো আগে শুনেছি মাত্র, আজকে দেখাই হয়ে গেল। আমরা কয়েক জন থাকলে একটু দেখতাম তাদের কৌশল গুলো। আমি একা একা তেমন কথা না বাড়িয়ে চলে এলাম।

সাবধান, সাবধান, সাবধান। একটু সাবধানতা অবলম্বন করতে উৎসাহিত করছি।ধন্যবাদ,ভালো থাকবেন,অন্য কে ভালো রাখবেন। নিজে মাস্ক ব্যবহার করুন, আইনকে সম্মান করুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে