ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

গ্রেফতার হওয়া মহসিনকে নিয়ে নতুন খবর জানালো র‌্যাব

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ১৭ ১৯:৪০:০৮
গ্রেফতার হওয়া মহসিনকে নিয়ে নতুন খবর জানালো র‌্যাব

তিনি জানান, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সাকিব ভারতে কালীপূজা উদ্বোধন করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে ক্ষুব্দ হয়ে মহসিন এ কাণ্ড ঘটিয়েছেন। র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছেন- তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত।

সম্প্রতি সাকিবের ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্দ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো (রাম দা) অস্ত্র দেখিয়ে সাকিবকে হ’ত্যার হু’মকিসহ নানা মন্তব্য করেন। সাকিব আল হাসান যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘা’ত লাগে এমন কাজ না করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান এ জন্য মহসিন এই কাণ্ড করেন।

লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন জানান, কারও প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে কারও ইন্ধন পায়নি র্যাব। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসি গ্রামে ভায়রার বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সাকিব আল হাসানকে হ’ত্যার হু’মকিদাতা মহসিন তালুদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ। এদিকে হুমকির ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দেন মহসিন।

তাকে গ্রেফতারে সোমবার দুপুর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। তিনি এক সময় ব্যবসা করলেও করোনা মহামারি শুরুর পর থেকে বেকার।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হু’মকি দেন মহসিন। পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে নিজে দুঃখ প্রকাশ করে সাকিবকে কালীপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে