ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য জরুরী ঘোষণা দিলো দূতাবাস

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ১৬ ১৯:৪৫:০৪
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য জরুরী ঘোষণা দিলো দূতাবাস

আগামী ১৬ ই নভেম্বর রোজ সোমবার থেকে শুরু হবে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা ঘোষণা প্রকাশের পর থেকে বিভিন্ন দালাল ও এজেন্ট আবারও তৎপর হয়ে উঠেছে অসহায় প্রবাসীদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার জন্য।

তার প্রেক্ষিতে সকল প্রবাসীর কল্যাণার্থে “বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া” একটি সতর্কতা মূলক বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করেছে। যাতে করে সহজ সরল প্রবাসীরা অনন্য বারের মত প্রতারিত না হয়।

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি : মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫ টি দেশের নাগরিকদের ( সাধারণকর্মী ) নিম্নলিখিত ৪ টি সেক্টরে বৈধতা প্রদানের কর্মসূচি Recalibration Program ( Program Rekalibrasi Tenaga Kerja) ঘোষণা করেছে। এই বৈধকরণ প্রক্রিয়া ১৬ নভেম্বর ২০২০ তারিখে শুরু হয়ে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

#যে_সকল_সেক্টরে_বৈধ_হওয়া_যাবে:১। কনস্ট্রাকশন

২। ম্যানুফ্যাকচারিং

৩।প্লান্টেশন৪।এগ্রিকালচার।

বৈধ হবার প্রক্রিয়া: এই কর্মসূচির জন্য কোন এজেন্ট বা ভেন্ডর নাই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করবে ইমেইলে [email protected]

সাবধান: মালয়েশিয়া সরকার কোন এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করে নি, কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। এই কাজ নিয়োগকর্তা বা কোম্পানি নিজেই সরাসরি করবে, তাই কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে