ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

৩১ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ১০ ১৯:০৩:৫৪
৩১ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

সোমবার অ’ভিবাসন বিভাগের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মন্ত্রী বলেন, এ বছরের জানুয়ারি থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ৩১ হাজার ২৮২ জন অ’বৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অ’বৈধ অভিবা’সীদের স’ন্ধান দিতে ও অ’বৈধভাবে সীমান্তে অনুপ্রবেশের সঙ্গে জ’ড়িতদের খবরাখবর জানাতে স্থানীয় জনপ্রতিনিধিদের জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী। দেশে ফেরত পাঠানো অ’বৈধ অভিবাসীদের মধ্যে ৪ হাজার ৫৫১ জন বাংলাদেশি রয়েছে।

তবে সবচেয়ে বেশি ১৪ হাজার ৭২ জন্য ইন্দোনেশিয়ান, ২ হাজার ৯৭৯ জন মিয়ানমার, দুই হাজার দুইশ থাইল্যান্ড ও ১ হাজার ৮৫৬ জন চীনের নাগরিক। এছাড়া বিভিন্ন দেশের আরও ৯৪৪ জনকে এই সময়ের মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক”রো’না নিয়’ন্ত্রণে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থায় জনগণকে অভ্য’স্ত হতে হবে। তিন বাহিনীর সমন্বয়ে দেশজুড়ে ২৯৪টি স্থানে র’ডব্লক বসানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মন্ত্রী। সোমবার এসব রোডব্লক থেকে ২২ জন অ’বৈধ অভিবাসীকে আ’টক করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য ক”রো’না নি’য়ন্ত্র’ণে গেলো মার্চ থেকে ল’কডা’উনে রয়েছে মালয়েশিয়া। প্রথম ধাপের সং’ক্র’মণ ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয় ধাপের সং’ক্র’মণ ঠেকাতে বেশ বেগ পাচ্ছে দেশটির সরকার। আর ক’রো’না সং’ক্রম’ণের মধ্যেই অ’বৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অ’ভিযা’ন চালাচ্ছে মালয়েশিয়া। সেসব অ’ভিযা’নে আট’কদের বেশিরভাগকেই পাঠানো হচ্ছে দেশে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে