ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এইমাত্র পাওয়া : খুলনায় শতাধিক ব্যক্তি আটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ০৯ ১৪:১২:০৩
এইমাত্র পাওয়া : খুলনায় শতাধিক ব্যক্তি আটক

খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে অভিযান চলে কোর্ট রোড এলাকার শিববাড়ি মোড় ডাকবাংলা মোড়সহ জনবহুল এলাকাগুলোতে।

এ ছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী জানান এ অভিযান অব্যাহত থাকবে। সারাবিশ্বের করোনার দ্বিতীয় ধাক্কা লেগেছে। এ ধাক্কা মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন মাস্ক ব্যবহারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এতে খুলনায় করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে