ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অশিক্ষিত মুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ নভেম্বর ০৫ ১০:২২:২৩
অশিক্ষিত মুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বচ্চন

এর আগে, ২০০৯ সালে ‘পা’ ছবিতে রাজনীতিবিদের চরিত্র হয়ে উঠেছিলেন অভিষেক। এবার ‘দশবী’ ছবিতে আবার তাকে রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে। তবে ছবিটিতে মূলত শিক্ষার গুরুত্ব তুলে ধরা হবে । এ বছর জুনে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও লকডাউনে তা সম্ভব হয়নি।

এই ছবিতে অভিষেকের দেখা মিলবে দুর্নীতিগ্রস্ত, অশিক্ষিত মুখ্যমন্ত্রীর ভূমিকায়। জানা গেছে, তার স্ত্রীর ভূমিকায় নির্মাত কৌরকে বাছাই করা হয়েছে। আর কারারক্ষীর চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে।

আগামী বছর গোড়ার দিকে ‘দশবী’র শুটিং শুরু হবে। পুরো লকডাউনে অভিষেকের প্রযোজক দিনেশ এবং পরিচালক তুষারের সঙ্গে ছবিসংক্রান্ত নানা কাজে ব্যস্ত ছিলেন। এ ছবির জন্য তিনি সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন। তবে তার আগে তিনি শাহরুখ খান ও সুজয় ঘোষের কাহিনি নিয়ে নির্মিত ‘বব বিশ্বাস’ ছবির শুটিং শেষ করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে