‘একটু আসছি’ বলে যাওয়া অনিক, ফেরেনি চার মাসেও
![‘একটু আসছি’ বলে যাওয়া অনিক, ফেরেনি চার মাসেও](https://www.24updatenews.com/thum/article_images/2020/11/04/toss-4.jpg&w=315&h=195)
বুধবার (৪ নভেম্বর) দুপুরে সন্তানের খোঁজ চেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে অসহায় পরিবারটি।
জানা গেছে, ৪ মাস আগে (২৬ জুন) সকালবেলা ‘একটু নিচ থেকে আসি’ বলে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি লাকি ভট্টাচার্য্যের ছেলে প্রান্ত ভট্টাচার্য্য অনিক (১৮)। সে বন্দর নগরীর সরকারি কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এই চার মাস পুলিশ, র্যাবসহ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চেয়েও খোঁজ মেলেনি অনিকের।
সংবাদ সম্মেলনে নিঁখোজ অনিকের বাবা ত্রিদীপ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘২৬ জুন সকাল সাড়ে সাতটার দিকে নগরীর পাথরঘাটার ইকবাল রোডের বাসা থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত ফিরে আসেনি আমাদের ছেলে অনিক। বের হওয়ার সময় তার সঙ্গে কোনো টাকা-পয়সা এমনকি মুঠোফোনও নেয়নি।’
তিনি বলেন, ‘আমরা তার সব বন্ধুবান্ধবের পাশাপাশি আমাদের সকল আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারেনি। আমাদের জানা মতে, তার কিংবা আমাদের পরিবারের কারও সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। এমনকি অনিক নিখোঁজের পর টাকা চেয়ে বা হুমকি দিয়েও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। অথচ এর আগে করোনা মহামারিতে একদিনের জন্যও অনিক বাসা থেকে বের হয়নি।’
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে লাকি ভট্টাচার্য্য বলেন ‘সবাই বলছেন আমার ছেলে আছে। যে কোনো সময় ফিরে আসবে। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু বাস্তবতা হলো নিখোঁজের প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি আমার একমাত্র ছেলের। আমাদের একমাত্র অবলম্বন তো এই ছেলেটিই। এমন কেউ কি নেই, যে আমার সন্তানের সন্ধান দিতে পারে?’
অনিকের জ্যাঠাতো বোন পিয়া ভট্টাচার্য বলেন, ‘২৬ জুন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করেছেন আমার চাচা। এছাড়া পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত করছে। সবাই চেষ্টা করছে বলে জানিয়েছে, কিন্তু গত চার মাসেও ফিরে আসেনি সে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তাকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তার বন্ধু ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদও করেছি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে পরিবর্তন, বাদ পড়ছেন যে ক্রিকেটার
- সৌদি রিয়াল রেটের লম্বা লাফ, জেনেনিন আজকের রেট কত
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- বিপিএল-এ ফিক্সিং নিয়ে আলোচনা: সন্দেহভাজন ১০ ক্রিকেটারের তালিকা প্রকাশ
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন তানজিম সাকিব
- এক পরিবর্তন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, দেখেনিন কপাল পুড়লো যার
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- আজকের সকল দেশের টাকার রেট
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ