‘একটু আসছি’ বলে যাওয়া অনিক, ফেরেনি চার মাসেও

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সন্তানের খোঁজ চেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে অসহায় পরিবারটি।
জানা গেছে, ৪ মাস আগে (২৬ জুন) সকালবেলা ‘একটু নিচ থেকে আসি’ বলে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি লাকি ভট্টাচার্য্যের ছেলে প্রান্ত ভট্টাচার্য্য অনিক (১৮)। সে বন্দর নগরীর সরকারি কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এই চার মাস পুলিশ, র্যাবসহ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চেয়েও খোঁজ মেলেনি অনিকের।
সংবাদ সম্মেলনে নিঁখোজ অনিকের বাবা ত্রিদীপ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘২৬ জুন সকাল সাড়ে সাতটার দিকে নগরীর পাথরঘাটার ইকবাল রোডের বাসা থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত ফিরে আসেনি আমাদের ছেলে অনিক। বের হওয়ার সময় তার সঙ্গে কোনো টাকা-পয়সা এমনকি মুঠোফোনও নেয়নি।’
তিনি বলেন, ‘আমরা তার সব বন্ধুবান্ধবের পাশাপাশি আমাদের সকল আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারেনি। আমাদের জানা মতে, তার কিংবা আমাদের পরিবারের কারও সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। এমনকি অনিক নিখোঁজের পর টাকা চেয়ে বা হুমকি দিয়েও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। অথচ এর আগে করোনা মহামারিতে একদিনের জন্যও অনিক বাসা থেকে বের হয়নি।’
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে লাকি ভট্টাচার্য্য বলেন ‘সবাই বলছেন আমার ছেলে আছে। যে কোনো সময় ফিরে আসবে। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু বাস্তবতা হলো নিখোঁজের প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি আমার একমাত্র ছেলের। আমাদের একমাত্র অবলম্বন তো এই ছেলেটিই। এমন কেউ কি নেই, যে আমার সন্তানের সন্ধান দিতে পারে?’
অনিকের জ্যাঠাতো বোন পিয়া ভট্টাচার্য বলেন, ‘২৬ জুন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করেছেন আমার চাচা। এছাড়া পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত করছে। সবাই চেষ্টা করছে বলে জানিয়েছে, কিন্তু গত চার মাসেও ফিরে আসেনি সে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তাকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তার বন্ধু ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদও করেছি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব