ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

প্রবাসী বাংলাদেশিদের সৌদিতে ফিরিয়ে নিতে চারটি বিশেষ ফ্লাইট

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ২৬ ১৭:৫৭:৩৮
প্রবাসী বাংলাদেশিদের সৌদিতে ফিরিয়ে নিতে চারটি বিশেষ ফ্লাইট

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন দ্য ডেইলি স্টারকে আজ রবিবার এ তথ্য জানান। তিনি বলেন, এ মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে।

তিনি বলেন, যারা বিমান ও সৌদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে আসার কারণে আর ফিরতে পারছেন না, তাদের জন্য আমরা চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি।

বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল, কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছিল না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, করোনার আগে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে অন্যান্য দেশে যাত্রাবিরতির মাধ্যমে যাত্রী নিয়ে যেতো বিভিন্ন এয়ারলাইন্স।

এগুলো হলো- কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ, এমিরেটস, এয়ার এরাবিয়া ও গালফ এয়ার।

তবে তারা এখনও সৌদি আরবগামী যাত্রী নেওয়া শুরু করেনি বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে