ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৬ : স্বাস্থ্য অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ২৬ ১৫:৫৫:০০
গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৬ : স্বাস্থ্য অধিদপ্তর

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবে ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৬৬৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৯ ও নারী ছয়জন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৪৮০ জন এবং নারী এক হাজার ৩৩৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২২ লাখ ৭১ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে