ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এক শর্তে ইতালি প্রবাসীদের টিকিট দিচ্ছে তার্কিশ এয়ারলাইন্স

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ১৯ ১২:৪২:৩০
এক শর্তে ইতালি প্রবাসীদের টিকিট দিচ্ছে তার্কিশ এয়ারলাইন্স

রোববার (১৮ অক্টোবর) ভোর থেকে তার্কিশ এয়ারলাইন্সের গুলশান এভিনিউ কার্যালয়ের বাইরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করতে দেখা গেছে প্রবাসীদের।

জানা গেছে, ভেতর থেকে প্রবাসীদের একটি টোকেন দেয়া হচ্ছে। টোকেনে কিছু তথ্য পূরণ করে জমা দিতে হচ্ছে। জমা দেয়া টোকেন থেকে ভিসার মেয়াদ বিবেচনায় প্রবাসীদের ফোন দিয়ে টিকিট নিতে আসতে বলা হবে। প্রথম পর্যায়ে যাদের ভিসার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে তাদেরকেই আগে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স।

তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি জাগো নিউজকে বলেন, আমরা একটা টোকেন তৈরি করেছি। টোকেনে প্রবাসীর টিকিট নম্বর (আগে কেটে রাখা), মোবাইল নম্বর, ভিসার মেয়াদ ইত্যাদি জানতে চাওয়া হবে।

প্রবাসীরা টোকেন পূরণ করে অফিসের বক্সে ফেলবে। সেখান থেকে সব টোকেনের তথ্য আমরা এক্সেল শিটে এন্ট্রি দেব।

এরপর যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হবে তাদের আগে, এভাবে পর্যায়ক্রমে সবাইকে ফোন করে টিকিটের জন্য আসতে বলা হবে।তার্কিশ এয়ারলাইন্স বর্তমানে সপ্তাহে সাতদিন তুরষ্কের ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে