ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

চরম সুখবর : প্রবাসীদের স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্বের সুযোগ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ১৬ ২১:৪৩:৫৫
চরম সুখবর : প্রবাসীদের স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্বের সুযোগ

আগামী ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে কাতার সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে নানা সেক্টরে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও কাতারে কোন বিদেশি নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেয়নি এতো দিন।

তবে উপসাগরীয় বিভিন্ন আরব দেশের প্রথা ভেঙে প্রবাসীদের কাতারে সম্পত্তি ক্রয় করলে স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, ‘জায়গা কিনে এখানে বাড়ি করতে পারবে। তো এগুলো যদি হয় তাহলে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তারা সুযোগ সুবিধা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটির ভেতরে এমন অনেক লোক আছে যারা এই অভিবাসন প্রক্রিয়া গ্রহণ করবে।’

শুধু বিনিয়োগ নয়, কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক করতে অভিবাসীদের কাছে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতার বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর মো. মাহবুব রহমান বলেন, ‘বেশ কিছু এলাকায় বিদেশী নাগরিক যেন রিয়েল এস্টেট করতে পারে সেই সুযোগ গিয়েছে। সর্বপরি পুরো বিষয়টা বাংলাদেশ এবং কাতারের বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে।’

৭ লাখ ৩০ রিয়ালের সম্পত্তি কিনলে কাতারি নাগরিকের স্পন্সর ছাড়া সপরিবারে থাকার সুযোগসহ ও ৩৫ লাখ ৫০ রিয়ালের সম্পত্তি কিনলে স্থায়ীভাবে সপরিবারে থাকার সুযোগ পাবেন প্রবাসীরা। সেইসাথে বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষাসহ অন্যান্য বিনিয়োগের অধিকারও থাকবে অভিবাসীদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে