ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

যেমন আছেন ফারুক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ১২ ১৪:৪২:৩৩
যেমন আছেন ফারুক

সিঙ্গাপুর থেকে তিনি এমনটাই জানালেন। ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। শারীরিক দুর্বলতাও কিছুটা কমেছে। টিবি রোগের চিকিৎসাও প্রায় শেষের দিকে। টানা ২১ দিনের চিকিৎসা শেষে গত ২ অক্টোবর স্ত্রীসহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছেড়ে হোটেলে ওঠেন ফারুক। খুব শীঘ্রই চিকিৎসা শেষে দেশে ফিরতে পারবেন উল্লেখ করে ফারুক বলেন, যেভাবে চিকিৎসা চলছে, তাতে আশা করছি এ মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারব। টিবি রোগ ছাড়া রক্তে সামান্য সমস্যা আছে। এর মধ্যে তা সেরে যাবে বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা। সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের চিকিৎসার তত্ত্বাবধানে আছেন

লি, ইয়ান ও চৌন। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। এবার সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। দফায় দফায় জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকার দুটি বড় হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন ফারুক। পরীক্ষাতে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। এছাড়া টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার পরীক্ষাও করানো হয়েছিল। কিন্তু তাতেও কোনো রোগ ধরা পড়েনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে