ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

শ্যামল মাওলার বিয়েতে এসেছিলেন যারা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ১১ ১২:৪৫:৩২
শ্যামল মাওলার বিয়েতে এসেছিলেন যারা

শ্যামল মাওলার বিয়েতে এসেছিলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ প্রমুখ। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন বর-কনের বন্ধুরাও।

অভিনেতা শ্যামল বলেন, ‘করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন হয়েছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।’

শ্যামলের পাত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি শোবিজেও যাত্রা করেছেন এরই মধ্যে। তাকে দেখা গেছে ছোট পর্দায় অভিনয় করতে।

শুভেচ্ছা জানাতে এসে আনন্দ করছেন অভিনেতা কল্যাণ কোরাইয়া।

প্রসঙ্গত, এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তিন বছরের সংসার ছিল তার। সেই সংসারে শ্রেয়ণ নামে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে