ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সময় বাঁচাতে নতুন পদ্ধতি চালু করল মালয়েশিয়া

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ০৮ ১৯:৫৭:৪৬
সময় বাঁচাতে নতুন পদ্ধতি চালু করল মালয়েশিয়া

গতকাল এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগে প্রতিদিন ৫-৬ হাজার ই-মেইল জমার হওয়ার ফলে আবেদনপত্রের কাজ করতে দেরি হত। এজন্য আমরা আবেদনকারীদের থেকে অনেক অভিযোগ পেয়েছি।

‘ইমিগ্রেশন বিভাগ মাই ট্রাভেলপাস সিস্টেম চালু করে একটি সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে আবেদনের প্রক্রিয়া সহজ হবে। এর আগে ই-মেইলের মাধ্যমে আবেদন করা হত’।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্তগুলি বন্ধ থাকার কারণে কয়েকটি বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। যদিও তাদের বেশিরভাগের ইমিগ্রেশন বিভাগের পূর্বের অনুমতির প্রয়োজন নেই।

মাই ট্রাভেলপাস সিস্টেমের মাধ্যমে প্রবাসী, স্থায়ী বাসিন্দা, মালয়েশিয়ায় সেকেন্ড হোমধারীরা আবেদন করতে পারবেন। খায়রুল দাজামি বলেন, ‘আবেদনগুলি প্রক্রিয়া করতে ১০ দিন সময় লাগবে। জমা দেওয়ার পরে ফিরতি ই-মেইলে তিন থেকে পাঁচদিনের মধ্যে নিশ্চিত করা হবে’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে