ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আরিফিন শুভ’র বাসায় এলো অদ্ভূত ব্রিফকেস, রহস্যের সৃষ্টি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ০৬ ১৪:০৬:০৬
আরিফিন শুভ’র বাসায় এলো অদ্ভূত ব্রিফকেস, রহস্যের সৃষ্টি

সম্প্রতি তার বাসায় এসেছে এক অদ্ভূত ব্রিফকেস। যদিও কে বা কারা এটি পাঠিয়েছেন তার কোন কিছুই বুঝে উঠতে পারছেন না শুভ।

সোমবার (৫ অক্টোবর) এই রহস্যময় অদ্ভূত ব্রিফকেস হাতে পেয়েছেন তিনি। এ নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন শুভ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিফকেসটির ছবি দিয়ে শুভ লিখেছেন, ‘…. এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই!’

ফেসবুকে ব্রিফকেসটির ব্যাপারে জানতে চাইলে তার ভক্ত অনুরাগীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা রকম পরামর্শও দিচ্ছেন। কেউ বলছেন পুলিশের সহায়তা নিতে। একজন আবার মজা করে মন্তব্য লিখেছেন, ‘তারাতাড়ি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হোক। আরে না আপনি নিজেই তো হিরো খুলে দেখেন, হিরোদের ভয় পেলে চলে।’

কেউ আবার দাবি করেছেন এটি সিনেমার প্রচারের জন্য কোনো কৌশল। কিন্তু আরিফিন শুভ’ও এ ব্রিফকেস নিয়ে রহস্য ভাঙলেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে