ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এইমাত্র পাওয়া : প্রবাসীদের জন্য অনেক বড় দু:সংবাদ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ অক্টোবর ০৩ ১৭:৫৬:০৬
এইমাত্র পাওয়া : প্রবাসীদের জন্য অনেক বড় দু:সংবাদ

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থা বাণিজ্য শাখার সহকারী নির্বাহী কমিশনার ব্রেন্ডা স্মিথ জানিয়েছেন, এ ধরনের পণ্য উৎপাদনে কর্মীদের জোরপূর্বক কাজ করিয়ে প্রতিষ্ঠানগুলো মুনাফা তৈরি করতে পারে।

ব্রেন্ডা স্মিথ বলেন, আমি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে আমেরিকার আমদানিকারকদের পরামর্শ দিব, যারা পাম অয়েল উৎপাদকদের সাথে ব্যবসা করছেন, তারা যেন সরবরাহ ব্যবস্থার দিকে নজর দেন ও সেখানে শ্রম ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন।

আমেরিকান এই সংস্থাটি জানিয়েছে, এফজিভির শ্রম ব্যবস্থা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রায় ১ বছরের তদন্তের ফলাফল হচ্ছে এই নিষেধাজ্ঞা। তদন্তকারীরা মালয়েশীয় প্রতিষ্ঠানটিতে দুর্বল শ্রমিকদের নির্যাতন, প্রতারণা, শারীরিক ও যৌন সহিংসতা, হুমকি-ধামকি দেওয়া, পরিচয়পত্র আটকে রাখার নমুনা দেখতে পেয়েছেন বলে দাবি সিবিপির।

তবে আমেরিকার এমন অভিযোগের জবাবে বিশ্বের অন্যতম বৃহত্তম পাম অয়েল উৎপাদক এফজিভি বলেছে, তারা গত কয়েক বছর ধরে শ্রম ব্যবস্থার উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রবাসী শ্রমিকরা মালয়েশিয়ায় আসার আগেই যার যার দায়িত্ব, কাজের সুযোগ ও অধিকারগুলোর বিষয়ে জানিয়ে দেয়া হয়। এছাড়া শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরিও দেয়া হচ্ছে।

কর্মীদের উন্নত বাসস্থানের জন্য গত ৩ বছরে ৩৫০ মিলিয়ন রিঙ্গিতের (৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলার) বেশি খরচ করেছে বলে দাবি করেছে এফজিভি হোল্ডিংস কর্তৃপক্ষ। অভিবাসীদের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটি বলছে, কর্মীদের নথিপত্র সুরক্ষিত রাখতে তারা ৩২ হাজার ৩৫০টি বক্স তৈরি করে দিয়েছে।

দেশটিতে পাম গাছ রোপণের কাজে নিয়োজিত ৮০ শতাংশ, অর্থাৎ অন্তত ৩৩৭০০০ হাজার শ্রমিক প্রবাসী। এদের মধ্যে বেশিরভাগই ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক। গত এপ্রিল মাসে সিবিপির কাছে মালয়েশিয়ার আরেকটি পাম অয়েল উৎপাদক প্রতিষ্ঠান সিমে ডার্বি প্লান্টেশনের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ জানিয়েছে লিবার্টি শেয়ারড নামে একটি পাচারবিরোধী সংগঠন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে