ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

প্রথম দিনেই রেজিস্ট্রেশন করলেন ১৬ হাজার ওমরাহকারী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ৩০ ২২:৪৭:৩৭
প্রথম দিনেই রেজিস্ট্রেশন করলেন ১৬ হাজার ওমরাহকারী

এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে মক্কা এমিরেটস। তারা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হতে টুইটের মাধ্যমে জানিয়েছে ওমরাহের প্রথম ধাপের প্রথম ১০ দিনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে আগামী ৪ অক্টোবর থেকে এ বছরের ওমরাহের প্রথম ধাপ শুরু হবে।

প্রথম ধাপে মোট ৬ হাজার মানুষ ওমরাহতে অংশ নিবেন। ওমরাহকারীদের মোট ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে একজন করে স্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবেন।

এদিকে সৌদি ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন জানিয়েছেন যে কোনো দেশ থেকে ওমরাহকারীরা আসতে পারবেন তা নির্ধারন করবে সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়।

এর অর্থ দাঁড়াচ্ছে চাইলেই যে কোনো দেশের অধিবাসীরা আপাতত ওমরাহতে অংশ নিতে পারবেন না। অপেক্ষা করতে হবে সৌদি আরবের সিদ্ধান্তের জন্য।

সৌদি টিভি চ্যানেল আল আখবারিয়াতে ‘বেনতেন’ এই সকল তথ্য গণমাধ্যমকে অবিহিত করেন। এর আগেই অবশ্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, আসছে নভেম্বরের ১ তারিখ হতে শুরু হতে যাওয়া ওমরার ৩য় ধাপে এবার বিদেশী ওমরাহকারীরা অংশগ্রহণ করতে পারবেন।

বেনতেন ঐ টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আরো বলেন যে, আগামী ২০২১ সালের হজে বিদেশী হাজীদের জন্য একটি বিশেষ ইলেক্ট্রনিক প্রবেশপথ থাকবে।

তবে এখানে উল্লেখ্য এ প্রথম ধাপের ২৪ ঘন্টায় কেবলমাত্র ওমরাহকারীদের ১২টি গ্রুপ পবিত্র ওমরাহতে অংশ নিতে পারবেন।

বেনতেন আরো জানান, ওমরাহকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে একজন করে স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন। প্রথম ধাপে যাদের বয়স কেবল ১৮ থেকে ৬৫ তারা ওমরাহে অংশ নিতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে