ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাংলাদেশি পাসপোর্টে ব্যবহার করে অবৈধপথে বিদেশে প্রবেশ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ২৯ ১২:৪২:৪৫
বাংলাদেশি পাসপোর্টে ব্যবহার করে অবৈধপথে বিদেশে প্রবেশ

এর ওপর উপকূল সমৃদ্ধ এলাকা হিসেবে দারিদ্র্যের কারণে এটি মানবপাচারের ঝুঁকিপ্রবণ এলাকাও। এসব বিষয় মাথায় রেখে মানবপাচার রোধে কক্সবাজারে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা জরুরি।

রোববার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেলের হলরুমে রাইটস যশোর নামে একটি সংস্থা আয়োজিত ‘মানবপাচার প্রতিরোধ আইন-২০১২’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী অরিয়েন্টেশন সভায় এ দাবি তোলা হয়।

শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় চলমান মানবপাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ‘রাইটস যশোর’ সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মানবপাচার আগেও ছিল, এখনও আছে। যদি পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হতো তবে ঘৃণ্য এই অপরাধে কেউ জড়াতো না।

বক্তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে নারী-পুরুষ এবং শিশুসহ দেশ থেকে পাচার হয়েছ ৫২৬ জন।

যার মধ্যে ১৯১ জন পুরুষ, ৬৫ জন নারী এবং ৩৭ জন শিশু। পাচারের সময় সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে ২৩৩ জনকে। অথচ মামলা দায়ের করা হয়েছে ১০১টি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে