সৌদি আরবের ভিসা কাজে অনিয়ম, গৃহকর্মী নির্যাতন
গত বছরের এপ্রিল মাসে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে গৃহকর্মীর কাজ নিয়ে কুলসুম সৌদি আরব যায়। এবছরের অগাস্টের শুরুর দিকে তার পরিবার কুলসুমের মৃত্যুর কথা জানতে পারে।
কুলসুমের মা নাসিমা বেগম জানান, এবছর মে মাসে কুলসুম যখন ফোন করে তখন তারা জানতে পারেন যে সৌদি আরবে গৃহকর্তার অত্যাচারে তার দুই পা, কোমড়, একটি হাত ও একটি চোখ নষ্ট হয় গেছে। সেসময় কুলসুম হাসপাতালে ছিল।
নাসিমা বেগম বলেন, আমার মেয়ে বারবার ফোন করে আমাদের বলেছে তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। যার মাধ্যমে সে সৌদি আরব যায়, তার কাছে বারবার গিয়ে বলি আমার মেয়েকে ফিরিয়ে আনায় সাহায্য করতে, তার ভিডিও, ছবি দেখাই।
“কিন্তু তারা আমাদের কোনো সাহায্যই করেনি। গত বছরের এপ্রিলে সৌদি আরব যাওয়ার পর প্রথম কয়েকমাস নিয়মিত বাড়িতে টাকা পাঠালেও তারপর বেশ কয়েকমাস সে কোনো টাকাও পাঠায়নি। ওই সময়ে সৌদি আরব থেকে তার কোনো খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।”
কয়েকমাস খবর না থাকার পরে এবছরের মে মাসে কুলসুমের সাথে কথা হওয়ার পর তার সাথে হওয়া শারীরিক নির্যাতনের বিষয়ে জানতে পারে তার পরিবার। পরে অগাস্টের শুরুর দিকে তার পরিবার কুলসুমের মৃত্যুর খবর জানতে পারে। একমাস পর গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় তার পরিবারের কাছে কুলসুমের মরদেহ হস্তান্তর করা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, কুলসুমের মরদেহে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকলেও সৌদি আরব থেকে দেয়া মৃত্যুর সনদে মৃত্যুর কারণে ‘স্বাভাবিক মৃত্যু’ উল্লেখ করা ছিল। সৌদি আরব থেকে এর আগেও বাংলাদেশি নারী গৃহকর্মীর মরদেহ আসার ঘটনা ঘটলেও কুলসুমের মৃত্যুর ঘটনা আলোচনা তৈরি করার পেছন প্রধান কারণ কুলসুমের বয়স ছিল ১৪। অপ্রাপ্তবয়স্ক হলেও তাকে সৌদি আরবে পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি’র কর্মকর্তারা বয়স বাড়িয়ে ভুয়া পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে সৌদি আরব পাঠায়।
এই ঘটনায় কুলসুমের পরিবার বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলার জের ধরে বৃহস্পতিবার ঢাকার ফকিরাপুল এলাকা থেকে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের দুইজন কর্মকর্তাকে গ্রেফতার করে র্যাব।
বেসরকারি সংস্থা ব্র্যাকরে অভিবাসন কর্মসূচীর গত বছরের হিসেব অনুযায়ী বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৩০ হাজারের বেশি নারী কর্মী গিয়েছেন। এই নারীদের প্রায় শতভাগই সৌদি আরবে গিয়েছেন গৃহকর্মী হিসেবে। এদের অনেকে নির্যাতনের শিকার হয়ে, মানসিক ভারসাম্য হারিয়ে, সৌদি আরবে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করে দেশে ফিরেছেন। কেউ কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। গত কয়েক বছরে সৌদি আরব থেকে বাংলাদেশি নারী কর্মীদের ফেরত আসার হার আগের তুলনায় বেড়েছে বলে মনে করে অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো।
এরকম একটি বেসরকারি প্রতিষ্ঠান নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে চায়, এরকম কত নারী শ্রমিক রয়েছে তার সঠিক হিসাব নেই। একটা কুলসুমের লাশ ফিরে এসেছে। কিন্তু আরো কত কুলসুম যে সৌদি আরবে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে, সেখানকার মর্গে দিনের পর দিন কতজনের লাশ পরে আছে, তার কোনো হিসেব নেই বলেন তিনি।
ফিরে আসা এই নারী শ্রমিকরা ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের পাশাপাশি এমন অভিযোগও তুলছেন যে তাদের খাবার দেয়া হতো না এবং চুক্তি অনুযায়ী বেতন দেয়া হতো না। আর সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের মৃতদেহ দেশে আসার হারও বেড়েছে বলে মনে করছে অভিবাসন বিষয়ক সংস্থাগুলো।
বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচীর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম ১০ মাসে শুধু সৌদি আরব থেকেই ৪৮ জন গৃহকর্মীর মৃতদেহ দেশে আনা হয়, যাদের মধ্যে ২০ জনই সৌদি আরবে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।
বাংলাদেশের নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে গত বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সরকারের উচ্চ পর্যায়ের একটি দল সৌদি আরব সফর করলেও নারী শ্রমিকদের নিরাপত্তা ব্যাপারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ নয় রেকর্ড মুল্যে ধোনির চাওয়াতেই আইপিএলে দল পেলেন সাকিব
- জাকের-অঙ্কনের ঝড়ো ব্যাটিং ও হাসান মাহমুদ-নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- চরম দু:সংবাদ: নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে ৫ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা
- IPL নিলাম: দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- আইপিএল নিলামের দুই দিন আগে সর্বাধিক চাহিদাসম্পন্ন অলরাউন্ডারদের তালিকা প্রকাশ, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলো চার দল, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন, দেখেনিন কে কোন দলে
- চলছে আইপিএল নিলাম, এক নজরের দেখেনিন এখন পর্যন্ত দল পেলেন যারা ও সাকিব মুস্তাফিজের অবস্থান
- ৪২ রানে অল-আউট, টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড
- IPL নিলাম: চেন্নাই সুপার কিংসে সাকিব ও মুস্তাফিজ, কলকাতাতে তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- লিটন ও জাকের আলির দুর্দান্ত ব্যাটিং শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
- ব্রেকিং নিউজ: বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করলো বিসিবি
- IPL নিলাম: নাহিদ রানার কাছে পাত্তা পেল না মুস্তাফিজ, কোটি টাকায় দল পেলেন নাহিদ রানা