ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এক নজরে দেখে নিন আজকের সোনার দাম

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ১৮ ১৮:৫০:৫৯
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা হাতবদল হয় ১৯৫৪.১৯ ডলারে। যা আগের দিনের সবশেষ দামের চেয়ে ৯.১৪ ডলার বেশি। গতকাল (১৭ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৫.০৬ ডলার। এদিন, সোনার দামের বেশ বড় ধরনের পতন হয়। এই দাম এর আগের দিনের তুলনায় ১৩.৬৯ ডলার কম

১৬ সেপ্টেম্বর ১৯৫৮.৭৪ ডলারে থামে সোনার দাম। দিন শেষ সোনার দাম বাড়ে ৩.১৫ ডলার। এর আগের (মঙ্গলবার) দিন হাতবদল হতে হতে সোনার দাম কমে ১.১৩ ডলার। দিনশেষ হয় ১৯৫৫.৬০ ডলারে। ১৪ সেপ্টেম্বর (সোমবার) হাতবদল শেষে প্রতি আউন্সের সোনার দাম দাঁড়ায় ১৯৫৬.৭২ ডলারে। যা এর আগের দিনের সবশেষ দামের চেয়ে ১৫.২২ ডলার বেশি।

এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা পতন হয় সোনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে