ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এই মাত্র পাওয়াঃ ওসি প্রদীপের ব্যাপারে যে সিধান্ত নিল আদালত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ১৪ ১৮:৩০:১৬
এই মাত্র পাওয়াঃ ওসি প্রদীপের ব্যাপারে যে সিধান্ত নিল আদালত

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে, ওসি প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করেন বিচারক।

এ সময় প্রদীপের পক্ষে জামিন আবেদন করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এর আগে, শনিবার আদালতে হাজির করার জন্য তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। তিন কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, গত ২৩ আগস্ট প্রদীপ দাশ ও স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। ঘটনার পর থেকে চুমকি পলাতক।

মামলার বাদী দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ মে। জমা দেওয়া হিসাবে তথ‌্যের গড় মিল থাকায় এবং প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে