ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সাদেক বাচ্চুর মৃত্যুতে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ১৪ ১৪:২৩:১৯
সাদেক বাচ্চুর মৃত্যুতে যা বললেন ওমর সানী

দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত চিত্রনায়ক ওমর সানী। অসংখ্য স্মৃতি ঘিরে রয়েছে এই শিল্পীকে ঘিরে। সেই স্মৃতির কিছু অংশ শেয়ার করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী লেখেন, ‘সাদেক বাচ্চু একটা নাম, একজন অভিনেতা, একটা ইতিহাস। বহু বছর আগে হুমায়ুন ফরীদি ভাই যখন সুপারস্টার তখন তার শিডিউল পাওয়া ভিষণ দুষ্কর। পরিচালক উত্তম আকাশ দাদা এবং আমি চিন্তা করলাম কি করা যায়। বাচ্চু ভাইয়ের কাছে গেলাম। বাচ্চু ভাই বললেন উত্তম তুমি আমার সাথে মজা করছো, তোমার ছবিতে নিবা আমারে ওমর সানির সাথে। আমি বললাম না বাচ্চু ভাই, আপনি থাকবেন। সেই আখেরি হামলা, মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজ, আরো বহু ছবি একসাথে জুটি হলাম। আমার কাছে মনে হতো একটা ভালো মানুষের ডিকশনারি তিনি।’

সাদেক বাচ্চুর বিদেহী আত্মার শান্তি কামনা করে সানী আরও লেখেন, ‘আপনি চলে গেলেন আমাদেরকে রেখে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। এবার বুঝি আমাদের পালা। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ক্ষমা করবেন। বাচ্চু ভাই আমার জীবনের ছবি হয়ে থাকবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে