ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশে আবারও বেড়েছে সোনার দাম, জেনে নিন আজকের বাজার দর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ১০ ১৭:০৭:৩১
দেশে আবারও বেড়েছে সোনার দাম, জেনে নিন আজকের বাজার দর

বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোনার নতুন দাম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বাজারে কার্যকর থেকে হবে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১০ বার সোনার পুন:নির্ধারণ করা হল।

দাম বৃদ্ধির কারণ হিসেবে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে ডলার ও জ্বালানি তেলের দরপতনকে উল্লেখ করেছে সংগঠনটি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট সোনার দাম ৭০ হাজার ৮৫৮ টাকা, প্রতিভরি ১৮ ক্যারেটের দাম ৬২ হাজার ১১০ টাকা, সনাতন সোনার দাম ৫১ হাজার ৭৮৮ টাকা পড়বে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে রুপা।

এর আগে ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২১ আগস্ট থেকে দেশের বাজারে সোনার দাম কার্যকর করা হয়।২২ ক্যারেট: ৭২ হাজার ২৫৮ টাকা২১ ক্যারেট: ৬৯ হাজার ১০৯ টাকা১৮ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকাসনাতন: ৫০ হাজার ৩৮ টাকারুপা: ৯৩৩ টাকা

টানা ৪ দফা দাম বৃদ্ধির পর করোনায় অস্থির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ১৩ আগস্ট দেশের বাজারে চলতি বছর দ্বিতীয়বারের মতো কমানো হয় সোনার দাম। ১৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমে ভরিতে ৩ হাজার ৫শ' টাকা।২২ ক্যারেট: ৭৩ হাজার ৭১৬ টাকা২১ ক্যারেট: ৭০ হাজার ৫৬৭ টাকা১৮ ক্যারেট: ৬১ হাজার ৮১৯ টাকাসনাতন: ৫১ হাজার ৪৯৭ টাকারুপা: ৯৩৩ টাকা

এর মাত্র এক সপ্তাহ আগে ৬ আগস্ট দুই সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ানো হয় এই ধাতুর দাম। ভরিতে বাড়ানো হয় ৪ হাজার ৫শ' টাকা। এবারই দেশের বাজারে প্রথমবারের মতো সর্বোচ্চ দামের চূড়ায় ওঠে সোনা। অর্থাৎ এর আগে এতো দামে কখনও সোনা বেচাকেনা হয়নি। ২২ ক্যারেট: ৭৭ হাজার ২১৫ টাকা২১ ক্যারেট: ৭৪ হাজার ৭০ টাকা১৮ ক্যারেট: ৬৫ হাজার ৩২০ টাকাসনাতন: ৫৫ হাজার টাকারুপা: ৯৩৩ টাকা।

২৪ জুলাই:অস্থির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আবারও সোনার দাম বাড়ানো হয় দেশের বাজারে। প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়।২২ ক্যারেট: ৭২ হাজার ৭৮৩ টাকা২১ ক্যারেট: ৬৯ হাজার ৬৩৪ টাকা১৮ ক্যারেট: ৬০ হাজার ৮৮৬ টাকাসনাতন: ৫০ হাজার ৫৬৩ টাকারুপা: ৯৩৩ টাকা

২৩ জুন:এক মাসের কম সময় ব্যবধানে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। এবার এক লাফে প্রতিভরি সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৭১৫ টাকা। ২২ ক্যারেট: ৬৯ হাজার ৮৬৭ টাকা২১ ক্যারেট: ৬৬ হাজার ৭১৮ টাকা১৮ ক্যারেট: ৫৭ হাজার ৯৭০ টাকাসনাতন: ৪৭ হাজার ৬৪৭ টাকারুপা: ৯৩৩ টাকা

২৯ মে: প্রায় আড়াই মাস পর দেশের বাজারে এক লাফে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৭৯১ টাকা বৃদ্ধি করে বাজুস। বাজুস থেকে বলা হয় করোনা মহামারিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই দামের এই বৃদ্ধি।২২ ক্যারেট: ৬৪ হাজার ১৫২ টাকা২১ ক্যারেট: ৬১ হাজার ৮১৯ টাকা১৮ ক্যারেট: ৫৬ হাজার ৮০৩ টাকাসনাতন: ৪৪ হাজার ৩১ টাকারুপা: ৯৩৩ টাকা

১৯ মার্চ: টানা দুইবার বাড়ানোর পর চলতি বছর প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে সোনার দাম কমানো হয় ১৯ মার্চ। সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে। ২২ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকা২১ ক্যারেট: ৫৮ হাজার ২৮ টাকা১৮ ক্যারেট: ৫৩ হাজার ১২ টাকাসনাতন: ৪০ হাজার ২৪১ টাকারুপা: ৯৩৩ টাকা

১৯ ফেব্রুয়ারি: বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে আরেক দফা বাড়ানো হয় সোনার দাম। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে বাজারে নতুন দাম কার্যকর করা হয়। ২২ ক্যারেট: ৬১ হাজার ৫২৭ টাকা২১ ক্যারেট: ৫৯ হাজার ১৯৫ টাকা১৮ ক্যারেট: ৫৪ হাজার ১৭৯ টাকাসনাতন: ৪১ হাজার ৪০৭ টাকারুপা: ৯৩৩ টাকা

৫ জানুয়ারি: চলতি বছরে দেশের বাজারে প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হয় ৫ জানুয়ারি। আগের দামের চেয়ে ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে এদিন বাজারে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।২২ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকা২১ ক্যারেট: ৫৮ হাজার ২৮ টাকা১৮ ক্যারেট: ৫৩ হাজার ১২ টাকাসনাতন: ৪০ হাজার ২৪১ টাকারুপা: ৯৩৩ টাকা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে