চরম বিপদে সৌদি আরব প্রবাসীরাঃ ১৫ লাখ রিয়াল নিয়ে ঠিকাদার ইমরান উধাও

ঠিকাদার ইমরানের মাধ্যমে জরুরি বিজ্ঞপ্তির ভিত্তিতে জিয়া আল হোলা কোম্পানিতে স্টিল ফিকচার, কার্পেন্টার ও ম্যাশনসহ বিভিন্ন পেশায় কাজ করেন ভুক্তভোগী প্রবাসীরা। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব যখন থমকে ছিল, ঠিক তখনই নিজেদের জীবন বাজি রেখে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় কাজ করেন এই শ্রমিকরা।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, লকডাউনের আগে ফেব্রুয়ারি এবং পরে মার্চ, এপ্রিল, জুন, জুলাই পর্যন্ত কারো দুই মাসের, কারো চার মাসের বেতন না দিয়েই পালিয়ে গেছেন তিনি। ‘আজ দিব, কাল দিব’, ‘চেক পাইনি’ এমন কথা বলে সময়ক্ষেপণ করতেন।
শ্রমিকরা ইমরানের অধীনে যে কোম্পানির কাজ করতেন সেখানে খোঁজ নিয়ে দেখা যায়, কোম্পানি থেকে সব টাকা নিয়ে গেছেন ইমরান।
ইমরানের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিধরপুর ইউনিয়নের ঘহরপুর গ্রামে। তাঁর বাড়ি সিলেট বিভাগে হওয়ায় ভুক্তভোগীদের প্রায় ৯০ শতাংশ শ্রমিক সিলেট অঞ্চলের।
ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। এমনকি সৌদি আরবে অবস্থানরত তাঁর ছেলেকেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের।
আমির উদ্দিন নামের এক শ্রমিক বলেন, ‘গত কোরবানির ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে পারিনি। আমরা এখানে কষ্টে দিন পার করছি।’
এমন অবস্থায় ভুক্তভোগীরা দেশে টাকা না পাঠাতে পারায় পরিবারের মধ্যে অভাব-অনটন নেমে এসেছে। অবশেষে কোনো কূলকিনারা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাধারণ খেটে খাওয়া এসব প্রবাসী। সবার পক্ষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মো. আবু ফয়েজ।
শ্রমিকরা তাঁদের টাইমশিট হাতে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ আকুতি জানান।
শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন ওলিউর রাহমান, সামসুল ইসলাম, ফারুক মিয়া, তৈবুর রহমান, মানিক মিয়া, আসকর আলী প্রমুখ। এ সময় তাঁরা বলেন, ‘আমাদের হাড়ভাঙা পরিশ্রমের টাকা ফেরত পেতে ইমরানের সন্ধান দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
রিয়াদে প্রায় ১০ লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মরুর এই দেশটি। তার মধ্যে নির্মাণ খাতে বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী কাজ করছেন।
প্রবাসী - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার