ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ নতুন রুটে ইউএস-বাংলার ৩ ফ্লাইট চালু আজ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০৯ ১৪:০০:৩৪
প্রবাসীদের জন্য দারুন সুখবরঃ নতুন রুটে ইউএস-বাংলার ৩ ফ্লাইট চালু আজ

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোহাসহ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে দোহায় অবতরণ করছে।

অপরদিকে দোহা থেকে স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে এবং পরবর্তী দিন যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করছে। শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।

বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা-দোহা-ঢাকা রুটে টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে